Last Updated on অক্টোবর ২০, ২০২৪ by
আসছে ‘মুন্না ভাই থ্রি’
বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মুন্না ভাই এমবিবিএস’-এর তৃতীয় কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। বহুদিন ধরেই, তৃতীয় কিস্তি আসা নিয়ে গুঞ্জন উঠেছে। এমনকী, প্রধান অভিনেতা সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ারসি প্রায়শই প্রিয় চরিত্রগুলিকে ফের এক পর্দায় ফুটিয়ে তুলতে নিজেদের উৎসাহ প্রকাশ করে এসেছেন। এ নির্মাতা রাজকুমার হিরানি সেই উত্তেজনায় ঘি ঢাললেন। জানালেন, মুন্না ভাই থ্রি তৈরি করা তাঁর কাছে টপ প্রায়োরিটি। রাজকুমার হিরানি পরিচালিত সুপারহিট সিনেমা ‘মুন্নাভাই এমবিবিএস’-এর দুটি কিস্তিই দর্শকমনে জায়গা করে নিয়েছে। বিশেষ করে এ সিনেমার কেন্দ্রীয় চরিত্র মুন্না ভাই অর্থাৎ সঞ্জয় দত্তের ক্যামিস্ট্রি দারুণ উপভোগ করেছেন দর্শক। স্বভাবতই তিনিও অপেক্ষা করছেন নতুন কিস্তির জন্য। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন আরশাদ ওয়ারসি। সম্প্রতি হিরানি জানিয়েছেন, কবে আসবে সিনেমাটির তৃতীয় কিস্তি। তিনি জানান, ‘মুন্না ভাই’র গল্প নিয়ে একাধিক প্রজেক্ট প্রস্তুত করছেন তিনি। মুন্না ভাই থ্রি তৈরি করা তার কাছে টপ প্রায়োরিটি। হিরানি বলেন, “মুন্না ভাইয়ের জন্য আমার কাছে পাঁচটি হাফ ফিনিশিং স্ক্রিপ্ট আছে। এর মধ্যে একটি স্ক্রিপ্টে ছয় মাস ব্যয় করেছি। মনে হচ্ছে এটাই ফাইনাল। একাধিক নামও ঠিক করেছি। এগুলোর মধ্যে ‘মুন্না ভাই এলএলবি’, ‘মুন্না ভাই চাল বাসে’, ‘মুন্না ভাই চালে আমরিকা’ এবং আরও অনেক কিছু রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরের কিস্তি আগের সিনেমাগুলোর চেয়ে ভালো করতে হবে। অবশ্য, বলিউড সিনেমার ১০০ বছরের পথচলায় সবই বলা হয়ে গেছে। তবু আমি আইডিয়া নিয়েই কাজ করছি। এখন কেবল আইডিয়াই সিনেমা হিট করতে পারে। আর সেটাই করছি আমি।” একই সঙ্গে তিনি জানিয়েছেন, সঞ্জয় দত্ত আরও একটি মুন্নাভাইয়ে কাজ করতে চান। মজার ছলে এ নিয়ে হিরানি বলেন, ‘কাজটি না করলে এরপর সঞ্জু আসবে, আর আমাকে হুমকি দিয়ে যাবে!’ ‘মুন্না ভাই এমবিবিএস’ (২০০৩) এবং ‘লাগে রাহো মুন্না ভাই’ (২০০৬)-এর সাফল্যের পর, ‘মুন্না ভাই চালে আমেরিকা’ নামে তৃতীয় সিনেমার কাজ চলছিল। তবে অস্ত্র আইন মামলায় সঞ্জয় দত্তের দোষী সাব্যস্ত হওয়া ও কারাবাসের কারণে প্রকল্পটি পুরোপুরি বাতিল হয়ে যায়। এরপর হিরানি অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তার সর্বশেষ সিনেমা শাহরুখ খানের সঙ্গে ‘ডানকি’। তবে এটি বক্স অফিসে সফল হলেও দর্শক হৃদয় জয় করতে পারেনি।