Last Updated on নভেম্বর ৭, ২০২৪ by
আসছে ‘ভুলভুলাইয়া ৪’, থাকছেন অক্ষয়
শতকোটির ক্লাব ছুঁয়েছে ইতোমধ্যে ‘ভুলভুলাইয়া ৩’। মুক্তির কয়েকদিনে ছবিটি আয় করেছে ১২৫ কোটিরও বেশি। ধারণা করা হচ্ছে, ব্যবসার গ্রাফ এরকম থাকলে খুব শীঘ্রই ২০০ কোটি পার করবে এই ছবি। এবার খবর, ছবির এমন সাফল্য নিয়েই ইতিমধ্য়েই ‘ভুলভুলাইয়া ৪’ ছবির প্রস্তুতি শুরু করে ফেলেছেন আনিস বাজমি। বলিউড সূত্র বলছে, ইতিমধ্যেই নাকি চিত্রনাট্য তৈরি করে ফেলেছেন নির্মাতা। ‘ভুলভুলাইয়া ৩’র মতোই, এই ছবির চতুর্থ পর্বতেও থাকবে প্রচুর চমক। শোনা যাচ্ছে, ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে যেমন ‘মঞ্জুলিকা’ হয়ে ফিরেছেন বিদ্যা বালান। চতুর্থ পর্বেও থাকছেন তিনি। শুধু তাই নয়, খবর ‘ভুলভুলাইয়া ৪’-এ নাকি দেখা যেতে পারে অক্ষয় কুমার ও কিয়ারা আদবাণীকেও। তবে এখনই এই ছবি নিয়ে মুখ খুলতে নারাজ ছবির টিম। প্রসঙ্গত, ঠিক ১৭ বছর আগে মুক্তি পায় ‘ভুলভুলাইয়া’। যা কিনা সাইকোলজিক্যাল থ্রিলারের ঘরানাকে মেনেই তৈরি করেছিলেন পরিচালক প্রিয়দর্শন। হঠাৎ করেই ২ বছর আগে পরিচালক আনিস বাজমি ‘ভুলভুলাইয়া’কে করে তুললেন হরর-কমেডি। তৃতীয় কিস্তিতে চমক হিসেবে দেখা গেছে মাধুরী দীক্ষিতকে।