বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১৩, ২০২৪ by

আসছে দীপিকার ‘লেডি সিংহাম’

দীপাবলি উৎসবে মুক্তি পেয়েছে বলিউডের প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সিংহাম এগেইন।’ দীর্ঘদিন ধরেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। যার প্রভাব দেখা গেল বক্স অফিসে। সিনেমাটি বেশ ভালো আয় করেছে। অজয় দেবগন, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, টাইগার শ্রফ, অর্জুন কাপুর অভিনীত সিনেমাটি এখন ব্লকবাস্টার হওয়ার অপেক্ষায়। এরই মাঝে নতুন আরেক সিংহামের ঘোষণা করলেন পরিচালক রোহিত শেঠি। তবে এবার আর একগুচ্ছ তারকা পুলিশ অফিসার নয়, বরং সিংহামের দায়িত্ব সামলাবেন দীপিকা একাই! সম্প্রতি ‘সিংহাম এগেইন’ সিনেমার সাফল্য নিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে রোহিত বলেন, “সিংহাম একেবারেই কপ ইউনির্ভাস। প্রত্যেকটি চরিত্রকেই আলাদা করে সিনেমার পর্দায় আনব। অনেকটা হলিউডের অ্যাভেঞ্জার্সের মতো। শিগগিরই দীপিকাকে সঙ্গে নিয়ে লেডি সিংহাম তৈরি করার প্ল্যান আছে। সিনেমার নামও থাকবে ‘লেডি সিংহাম’। আশা করছি পরের বছরই শুটিং শুরু করতে পারব।” ইতোমধ্যেই সিংহাম ফ্র্যাঞ্চাইজির ‘সিম্বা’ ও ‘সুর্যবংশী’ নিয়ে আলাদা আলাদা সিনেমা মুক্তি পেয়েছে। যেগুলোতে অভিনয় করেছেন রণবীর সিং ও অক্ষয় কুমার। এবার পালা দীপিকার। এরপর টাইগার শ্রফের চরিত্রটি নিয়েও সিনেমা তৈরির সম্ভাবনা রয়েছে রোহিতের। সেই সঙ্গে ‘দাবাং’খ্যাত সালমান খানও প্রবেশ করতে যাচ্ছেন এই কপ ইউনিভার্সে। এদিকে মুক্তির পর থেকেই বক্স অফিস দখলে নেয় অজয়ের সিংহাম এগেইন। একই সঙ্গে মুক্তি পাওয়া কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’-কে টক্কর দিয়ে ইতোমধ্যেই ২১১ কোটির আয় তুলে নিয়েছে ভারতীয় বক্স অফিসে। ১১ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৩২৩ কোটি রুপি। বক্স অফিসে ‘সিংহাম এগেইন’-এর সাফল্য অনুমেয় ছিল। রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’-এর সবচেয়ে বড় সিনেমা বলা যায় একে। এর মাধ্যমে পর্দায় এক হয়েছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুরসহ এক ঝাঁক তারকা। আর সর্বশেষে চমক হিসেবে রয়েছেন ‘দাবাং’খ্যাত সালমান খান। বিখ্যাত চুলবুল পান্ডের চরিত্রেই হাজির হয়েছেন তিনি। যার ফলে সিনেমাটি ঘিরে দর্শক প্রত্যাশা ছিল ব্যাপক। আর মুক্তির পর বক্স অফিসেও যার প্রতিফলন লক্ষ করা যাচ্ছে।

About The Author

শেয়ার করুন