রবি ও সামি সম্পর্কে মামা-ভাগ্নে হলেও তারা প্রায় সমবয়সি। দু’জনে একই বাসায় থাকেন। একের পর এক চাকরির চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। এরপর নিজ বাসার কাজের মেয়ের বিয়ের জন্য জমানো টাকা চুরি করে প্যাকেজ ট্যুরের ব্যবসা শুরু করেন। টাকা চুরির অপরাধে তাদের বাসা থেকে বের করে দেওয়া হয়। তারপর তাদের অপেশাদার নতুন ট্যুর কোম্পানিকে ঘিরে নানারকম ছলচাতুরী ও হাস্যকর ঘটনা ঘটতে থাকে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘আনন্দ ভ্রমণ’। ফজলুল সেলিম রচিত এ নাটক পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। তারকাবহুল নাটকটিতে অভিনয় করেছেনÑসাজু খাদেম, আ.খ.ম হাসান, শবনম ফারিয়া, ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রিয়া আমান, ডা. এজাজ, ফারুক আহমেদ, তারিক স্বপন, রিমি করিম, আব্দুলস্নাহ রানা, সাবেরী আলম, কে.এস.ফিরোজ, সাবিহা জামান, অনুভব রহমান, এমিলা হক, রিমন সরকার, সাদিয়া রুবায়েত, সিরাজুল ইসলাম, সামিরা নাহি প্রমুখ। ঈদুল ফিতরের দিন থেকে সপ্তাহের রোববার-বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি। দীর্ঘ এই ধারাবাহিক নাটক বি আর প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন মো. আবদুর রউফ।