শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ২, ২০২৪ by

আসছে ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’

মোশাররফ করিমকে নিয়ে তৈরি হয়েছে টিভি ধারাবাহিক ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’। সাগর জাহানের রচনায় বিশেষ এই ধারাবাহিক নির্মাণ করেছেন যৌথভাবে রতন হাসান ও এ আর আকাশ। মোশাররফ করিম ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আখম হাসান, আরফান আহমেদ, শাহনাজ খুশি, নাদিয়া নদী, দীপা খন্দকার, প্রাণ রায়, রোবেনা রেজা জুই প্রমুখ। ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে নির্মাতাদ্বয়ের বক্তব্য এমন, ‘এটা আপনার দেখা যে কোনো গ্রামের মতোই, কিন্তু মানুষগুলো একটু অচেনা। এই যেমন মকলেস। মকলেসের একসময় পুকুর ভরা মাছ ছিলো, গোয়াল ভরা গরু ছিলো, একটা খামার ছিলো, খামার ভরা মুরগি ছিলো, পকেট ভরা টাকা ছিলো, একটা প্রেমিকা ছিলো, এনজিও থেকে নেয়া মোটা অংকের লোনও ছিলো। গত বছর ভাইরাস আক্রমণে সব মুরগী মারা যাওয়ার কারণে এখন খামার নেই, মুরগী নেই, টাকা নেই, প্রেমিকাও যায় যায়, শুধুমাত্র বীর বিক্রমে টিকে আছে লোনটা! সেই লোনের কিস্তি শোধ করার জন্য মকলেস গ্রামবাসীর বিভিন্ন পণ্য হোম ডেলিভারির উদ্যোগ নেয়। চলতে থাকে ধারাবাহিকের মজার অথবা টিকে থাকার গল্প।’ এই মকলেস চরিত্রেই দেখা যাবে দুর্দান্ত অভিনেতা মোশাররফ করিমকে। ৫ জুলাই থেকে আরটিভি পর্দায় প্রচার শুরু হচ্ছে ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’-এর। চ্যানেল কর্তৃপক্ষ জানায়, প্রতি শুক্র, শনি ও রোববার এটি প্রচার হবে।

About The Author

শেয়ার করুন