আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের স্বাবলম্বী করার উদ্যোগ

30

চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্পের উপকারভোগীদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। তাদের জীবন মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। উদ্যোগের অংশ হিসেবে রবিবার সদর উপজেলার ১৩০ জন উপকারভোগীকে প্রশিক্ষণের আওতায় এনে বসতবাড়ির আঙ্গিনায় চাষাবাদ, পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন ও পয়ঃনিষ্কাশন, সুপেয় পানি সরবরাহ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ নিরোধ, মাদক প্রতিরোধ, সেলাই প্রশিক্ষণ, কাগজের ঠোঙ্গা তৈরি, পাটের ব্যাগসহ বিভিন্ন বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এবং সরকারের অতিরিক্ত সচিব আবু তাহের মো. মাসুদ রানা। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন।
পরে যুক্ত হন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. মিজানুর রহমান। তিনি বলেনÑ বাংলাদেশে এই প্রথম এমন এ উদ্যোগ গ্রহণ করা হলো। এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে।
জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা হচ্ছে কাউকে পেছনে ফেলে নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার কাজ বহুদূর এগিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বহুদূর এগিয়েছে বাংলাদেশ।
জেলা প্রশাসক বলেনÑ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃতীয় মেয়াদে ২০১৪ সালে সরকার গঠনের পর দেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষে দারিদ্র্য ও ক্ষুধামুক্তি, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার প্রদান করা হয়। একই সাথে জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছানো, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট দশটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। উদ্যোগ ১০টি হচ্ছেÑ আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ, ও পরিবেশ সুরক্ষা।
জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রশিক্ষণ প্রদান করেন।
বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করায় সমাজের বিভিন্ন মহল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং সদর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ এবং অভিবাদন জানান বক্তারা।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান ছাড়াও বক্তব্য দেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার। এ সময় উপস্থিত ছিলেনÑ সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, আরডিসি আনিসুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ৭০৯ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে।