আলোর পাঠশালায় স্বাস্থ্য উপকরণ বিতরণ

16

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে অবস্থিত আলোর পাঠশালায় বুধবার দুপুরে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি আচরণ সম্পর্কে পাঠদান ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় শিক্ষার্থীদের সাবান ও নখ কাটার যন্ত্র উপহার দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জে এফএইচ অ্যাসোসিয়েশন, ঝিলিম কমিউনিটি অফিস এ কর্মসূচির আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূরের সভাপতিত্বে পাঠদান অনুষ্ঠানে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, এফএইচ অ্যাসোসিয়েশন ঝিলিম কমিউনিটির টিম লিডার রাজিয়া জান্নাত, চাইল্ড প্রমোটর রেনু হেমরোম, এনিমেটর জাহিদুল ইসলাম, বানেসা খাতুন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে খাবার আগে ও টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে হাত ধোয়া, সময়মত নখ কাটা।
শিক্ষার্থীদের শিশুকাল থেকেই বিশেষ করে খাবার আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া, সময়মতো নখ কাটতে অভ্যস্ত করার জন্য আলোর পাঠশালার ১৯৮ জন শিক্ষার্থীকে সাবান ও নখ কাটা যন্ত্র উপহার দেয়া হয়।