Last Updated on জুন ১৪, ২০২৫ by
আলোকিত গৌড়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘আলোকিত গৌড়’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এর সম্পাদক মো. আব্দুল্লাহ। বক্তব্য দেন— সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসাহাক, জেলা চেম্বারের প্রতিনিধি মনোয়ার ইসলাম ডালিম, জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীম, ডা. মাহফুজ রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিমসহ রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং আলোকিত গৌড়ের সকল পর্যায়ের প্রতিনিধিগণ।
আরো বক্তব্য দেন— দৈনিক চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুম, দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিটি প্রেস ক্লাবের সভাপতি কামাল শুকরানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চাঁপাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামশেদ আলম, খবরের কাগজের জেলা প্রতিনিধি আসাদুল্লাহ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আসিক আলী, সিএন বাংলার সম্পাদক মেসবাহুল হক, ডিবিসি টিভির জহুরুল ইসলাম ও দেশ টিভির তারেক রহমান। সঞ্চালনায় ছিলেন আলোকিত গৌড়’র প্রকাশক নূরে আলম সিদ্দিকী আসাদ।
বক্তারা অনলাইন এই পোর্টালটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরে কেক কাটা হয় এবং সব শেষে র্যালি বের হয়।