শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ২৭, ২০২৪ by

আলেম ওলামাদের বিক্ষোভ মিছিল

ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহরাজ ও বিজেপির সাংসদ নিতেশ রানে কর্তৃক হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা ‘আলেম ওলামা ও সর্বস্তরের তৌহিদি জনতা’র ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের শান্তি মোড় থেকে শুরু হয়ে বিশ্বরোড মোড়ে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য দেন, মাওলানা মো. আবদুল মতিন, মাওলানা মো. মুসতাকিম বিল্লা নিসান, মাওলানা মো. কবির হোসেন, মাওলানা মো. জাহাঙ্গীর আলম, মাওলানা মো. আবদুল আজিজ, মাওলানা মো. জাহিদ হাসান, মাওলানা মোহাম্মদ হোসাইন, মাওলানা মো. আব্দুল হান্নান প্রমুখ আলেমগণ।
বক্তারা এধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান।
আলেম ওলামাদের বিক্ষোভ মিছিল

About The Author

শেয়ার করুন