চাঁপাইনবাবগঞ্জের কাঁচা বাজারগুলোয় আলু ও পেঁয়াজসহ সবজির দাম নি¤œমুখী হলেও দাম এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। শুক্রবার হঠাৎ করেই পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা থেকে ২০ টাকা কমেছে। অন্যদিকে সবজির দামও কমতে শুরু করেছে। তবে স্বস্তি ফেরেনি ক্রেতাদের মনে।
শুক্রবার জেলাশহরের পুরাতন বাজার ও নিউমার্কেট কাঁচাবাজারে কথা হয় পেয়াজ বিক্রেতাদের সঙ্গে। তারা জানান, দেশের তাহেরপুরের বড়সাইজের পেঁয়াজ গত বৃহস্পতিবারও ছিল প্রতি কেজি ১৬০ টাকা, যা শুক্রবার ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫০ টাকা। অন্যদিকে ছোট সাইজেরটা গত বৃহস্পতিবার ছিল ১৪০ টাকা এবং শুক্রবার বিক্রি হয় ১২৫ টাকা। অপারদিকে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা কমে মান ভেদে বিক্রি হয় প্রতি কেজি ৮৫ টাকা থেকে ৮০ টাকা।
এ দিকে আলুর দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৫২ টাকা প্রতি কেজি দরে। ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৫০ টাকা।
সবজি বিক্রেতা আব্দুর রশিদ জানান, দাম কমে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা, পটোল পাইকারি ৪৫-৫০ টাকা, ফুলকপি ৬০ টাকা থেকে ৭০ টাকা, বাঁধাকপি পাইকারি ৫০ টাকা, হল্যান্ড আলু ৫২ টাকা থেকে ৫৫ টাকা, দেশি আলু পাইকারি ৭০ টাকা, কাঁচকলা ৪০ টাকা, পেঁপে ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, মুলা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ও কুমড়া বিক্রি হচ্ছে ৪০ টাকা।
অন্যদিকে মুরগি বাজারে কথা হয় বিক্রেতাদের সঙ্গে। তারা জানান, সকল মুরগির দাম অপরিবর্তীত রয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা প্রতি কেজি।
মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, লাল স্বর্ণা চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা, সাদা স্বর্ণা ৪৫ টাকা, ২৮ চাল মানভেদে ৫২ থেকে ৫৬ টাকা, জিরাসাইল ৬২ থেকে ৭০ টাকা, মসুর ডাল ১২০-১৩০ টাকা, মটর ডাল ১১০ টাকা, ছোলার ডাল ১০৫ টাকা, মুগ ডাল ১৩০ টাকা।