চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে নৌকাডুবির এ ঘটনায় এনামুল হক (৬০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো ৩ জন নিখোঁজ রয়েছে।
মারা যাওয়া এনামুল আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। এছাড়া নিখোঁজ থাকারা হলেন- একই গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুর রহমান (৫৮) ও সুমন আলীর ছেলে শামীম (১৫) এবং চরদেবীনগর গ্রামের মৃত হজরত আলীর ছেলে নেজাম উদ্দিন (৫৭)।
আলাতুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এনামুল হকসহ কয়েকজন ব্যক্তি আলাতুলি ইউনিয়নের মধ্যচর এলাকা থেকে ফসল নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিল। পথে রানীনগর টিকরপাড়ার বালুগ্রাম এলাকায় গেলে হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা নদী থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে এবং নিখোঁজ অন্যদের উদ্ধারের চেষ্টা করে।
অন্যদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান জয়নাল আবেদীন।