বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ৮, ২০২৫ by

আর্জেন্টিনায় বন্যায় ৬ জনের মৃত্যু

আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় গত শুক্রবার প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ছয়জনের মৃত্যু হয়েছে। আকস্মিক বন্যায় সেখানকার রাস্তাঘাট ধ্বংস হয়েছে এবং বাড়িঘর ও হাসপাতাল প্লাবিত হয়েছে। রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণের শহরটি থেকে প্রায় এক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আট ঘণ্টার অবিরাম বৃষ্টিপাতের ফলে সাড়ে তিন লাখ বাসিন্দার শহরটি পানির নিচে তলিয়ে যায়। এতে কর্তৃপক্ষ জোসে পেন্না হাসপাতাল খালি করতে বাধ্য হয়। টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, চিকিৎসাকর্মীরা হাসপাতালের নবজাতক ইউনিট থেকে শিশুদের সরিয়ে নিচ্ছেন। সেখানে উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পৌর কর্মকর্তারা ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বুয়েন্স আয়ার্স প্রদেশের নিরাপত্তা মন্ত্রী হাভিয়ের আলোনসো জানান, শহরটিতে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে, যা সাধারণত এক বছরের বৃষ্টিপাতের সমান। আলোনসো জানান, বাহিয়া ব্লাঙ্কায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল ১৯৩০ সালে, যার উচ্চতা ছিল ১৭৫ মিলিমিটার। এবারের বৃষ্টিপাত এর থেকে প্রায় তিনগুণ বেশি। বাহিয়া ব্লাঙ্কার বিমানবন্দর পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তারা বৈদ্যুতিক শকের ঝুঁকি কমাতে বিদ্যুৎ সরবরাহের কিছু অংশ বিচ্ছিন্ন করেছেন। প্রাদেশিক সরকার জানিয়েছে, তারা হেলিকপ্টার, নৌকা, অ্যাম্বুলেন্সহস খাবার, পানি ও সরঞ্জাম বহনকারী ট্রাক ক্ষতিগ্রস্ত নগরটিতে পাঠাচ্ছে। সূত্র : বাসস

 

About The Author

শেয়ার করুন