বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২১, ২০২৪ by

আরো ৮০ নারী পেলেন ল্যাপটপ

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন হার পাওয়ার: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের অধীনে চলমান ৪টি ব্যাচের এই ৮০ জনের মধ্যে ল্যাপটপগুলো বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ফুলকুঁড়ি ইসলামিক একাডেমিতে অনুষ্ঠিত ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক মোহা. আব্দুল আহাদ, আইসিটি অধিদপ্তরের সদর উপজেলা আইসিটি অফিসার মো. নাজমুল হক, জেলা কার্যালয়ের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আতিয়া হাবীবাসহ অন্যরা।
৬ মাসব্যাপী প্রশিক্ষণে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইনিং বিষয়ে নারীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
প্রযুক্তি ব্যবহার করে বেকার নারীদের কর্মসংস্থান, ঘরে বসে ফ্রিল্যান্সিং এর সুযোগ সৃষ্টিতে প্রকল্পটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অতিথিরা।

About The Author

শেয়ার করুন