Last Updated on সেপ্টেম্বর ২৩, ২০২৪ by
আরিফকে ফিরে পেতে স্মারকলিপি জেলা প্রশাসককে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাট হতে ২০১৭ সালের ১ জুলাই গুম হওয়া আরিফকে ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন আরিফের স্ত্রী মোসা. মাজেরা বেগম। সোমবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তিনি স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, আরিফুলের ছোটভাই সোহেল রানা, চাচা জালাল উদ্দীন, বড়ভাই বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আরিফুলকে ২০১৭ সালের জুলাই মাসের ১ তারিখ আনুমানিক দুপুর আড়াইটায় কোচিং চলাকালীন সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়া হয়। জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্বামী আরিফুলকে জীবিত ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে স্মারকলিপিতে অনুরোধ জানানো হয়।