সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ৩১, ২০২৪ by

আরামবাগে আলোচনা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ দিবানিশি ক্লিনিকের পেছনে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিএনপির আরামবাগ মহল্লা কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম আনারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, পৌর যুবদলের সদস্য সচিব সাগর আহমেদ, ১৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর কবির, আব্দুল বারেক, আহসান হাবিব, ডা. শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস উদ্দীন রুবেল, ইসমাইল হোসেনসহ অন্যরা।
হারুনুর রশীদ বলেন- ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসকের পতন হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই। রাজনীতি নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। প্রয়োজনে আবারো রাজপথে নামব।

About The Author

শেয়ার করুন