Last Updated on সেপ্টেম্বর ২২, ২০২৪ by
আরইআরএমপি প্রকল্প : মেয়াদ শেষে ১২০৪০০ টাকা করে পেলেন ১৪০ নারীকর্মী
চারটি বছর নিজেদের শ্রমের টাকা একটু একটু করে সঞ্চয় করেছেন। একটু একটু সঞ্চয় চার বছরে বড়ই হয়েছে। আর তাই মেয়াদ শেষে প্রত্যেকে পেলেন ১ লাখ ২০ হাজার ৪০০ টাকা করে।
এই পরিমাণ টাকা পেয়েছেন ১৪০ জন। তারা চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের নারীকর্মী হিসেবে ৪ বছর মেয়াদে কাজ করেছেন। ১৪০ জনের সঞ্চয়কৃত অর্থের পরিমাণ ১ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার টাকা।
রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে চেকের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ লাখ ২০ হাজার ৪০০ টাকা করে দেয়া হয়। সেই সঙ্গে তাদের কাজের স্বীকৃতি হিসেবে দেয়া হয় সনদপত্র।
তাদের মধ্যে এই চেক ও সনদ বিতরণের আয়োজন করে উপজেলা প্রকৌশলীর কার্যালয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। উপজেলা প্রকৌশলী মো. সাদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা প্রকৌশলী আজহারুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো. সানাউল্লাহ ও আবু সায়েম, সহকারী ট্রেনিং অফিসার মাহতাব আলীসহ অন্যরা।
অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘ ৪ বছর ধরে এইসব নারী এই অর্থ সঞ্চয় করেছিলেন। একসঙ্গে পেয়ে তারা এই অর্থ সংসারে আয়বর্ধকমূলক কাজে ব্যবহার করে স্বাবলম্বী হবেন।