চাঁপাইনবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং হর্টেক্স ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার সকালে আম রপ্তানিতে ট্রেস অ্যাবিলিটির গুরুত্ব বিষয়ক মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. পলাশ সরকার। প্রধান আলোচক ছিলেন, কৃষিবিদ মিটুল কুমার সাহা। এছাড়াও জেলা ও উপজেলার কর্মকর্তা, গবেষণা প্রতিনিধি, আম উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব, আম উদ্যোক্তা রফিকুল ইসলাম ও আতিকুর রহমান মিলন।