চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিভাগীয় মাসিক সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার উপজেলা কৃষি কর্মকর্তাদের বলেন-বর্তমানে লাভজনক হওয়ায় কাটিমন আম চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। তারা নতুন নতুন আমবাগান গড়ে তুলছেন। বাগানগুলো যেন টেকসই হয় সেজন্য নতুন বাগানে আমের ফলনের আগ পর্যন্ত আদাসহ সাথী ফসল হিসেবে অন্যান্য ফসল চাষে আম চাষিদের উৎসাহিত করতে হবে। তারা যেন সাথী ফসল থেকে জমির লিজের টাকাটা ঘরে তুলতে পারেন।
সভায় হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক জানান, বারমাসি কাঁঠাল চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। এছাড়া চাষিদের সঠিক পরামর্শ দিয়ে ডাব চাষে উৎসাহিত করতে হবে।
সভায় ফসল উৎপাদন ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মো. আতিকুল ইসলাম। এছাড়াও আলোচনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক মোছা. রহিমা খাতুন।
সভায় সিনজেনটা কোম্পানির কর্পোরেট সিকিউরিটি প্রধান অবসরপ্রাপ্তমেজর হায়দার বাজারে ভেজাল ও নকল কীটনাশক থেকে কৃষকদের বাঁচাতে সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।