শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১৮, ২০২৪ by

আম্বানির বিয়েতে দাওয়াত না পেয়ে অঞ্জলির আক্ষেপ

১২ জুলাই বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতের শীর্ষ ধনি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। আলোচিত এই বিয়েতে হাজির ছিলেন গোটা বিশ্বের তাবড় সব ব্যক্তিত্ব। হাজির ছিল হলিউড থেকে শুরু করে গোটা বলিউড। আনন্দ, উৎসব আর উন্মাদনায় মেতেছিলেন সবাই। আম্বানি পরিবারের পক্ষ থেকেও অতিথিদের দেওয়া হয়েছে সর্বোচ্চ সংবর্ধনা। আমন্ত্রিত অতিথিদের দেওয়া হয়েছে ফিরতি উপহারও। আর সেই উপহার না পাওয়ার আক্ষেপে ভুগছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত মডেল ও অভিনেত্রী অঞ্জলি অরোরা। জাঁকজমকপূর্ণ আম্বানি পরিবারের বিয়েতে দাওয়াত পাননি অঞ্জলি অরোরা। আর তা নিয়েই আক্ষেপ তার কণ্ঠে। যদি তিনি মজা করেই বলেছেন। তবু সামাজিকম মাধ্যমে ভাইরাল তার সেই বক্তব্য। যেখানে অঞ্জলিকে বলতে শোনা যায়, কেন আম্বানিজি আমাকে একবারও ফোন করেননি? সামাজিক মাধ্যমে অঞ্জলির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যাতে তাকে আম্বানিদের বিয়েতে আমন্ত্রণ না পাওয়ার জন্য দুঃখ প্রকাশ করতে দেখা গেছে। অঞ্জলিকে বলতে শোনা গেছে, ‘আমরা ইনস্টাগ্রাম খুললেই কী দেখতে পাচ্ছি? আম্বানিজিদের বাড়ির বিয়ে। সেখানেই দেখলাম ২ কোটি টাকার ঘড়ি রিটার্ন গিফট হিসেবে দিয়েছে। আম্বানিজি, আমাকে ডাকলেন না কেন? তিনি আমাকে একটু আমন্ত্রণ জানাতে পারতেন। ঘড়িটা আমার হাতেও ভালোলাগতো বন্ধুরা। কী তাই না?’ একইসঙ্গে নিজের ঘড়িটিও দেখান অঞ্জলি এবং বলেন যে তার ঘড়িটি এতটাও দামি নয় তবে এটি বেশ ভালো। ‘কাঁচা বাদাম’ গানে কোমর দুলিয়ে ভাইরাল হয়েছিলেন অঞ্জলি আরোরা। অনেক বড় বড় তারকার থেকেও সামাজিক মাধ্যমে তার অনুরাগী বেশি। অদ্ভুত অঙ্গভঙ্গি, পোশাক ও ঠোঁট মিলিয়ে নেচে সামাজিক মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেন তিনি। অঞ্জলির প্রচুর ফ্যান ফলোয়ারও রয়েছে। তিনি প্রায়শই তার ভিডিওগুলি শেয়ার করেন যা তার অনুরাগীরা খুব পছন্দ করে।

About The Author

শেয়ার করুন