মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৩১, ২০২৪ by

আমের ক্যারেটে ফেনসিডিল বহন র‌্যাবের হাতে গ্রেপ্তার একজন

চাঁপাইনবাবগঞ্জে আমের ক্যারেটের ভেতরে করে নিয়ে যাওয়ার সময় ফেনসিডিলসহ মো. রুবেল হোসেন (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় জেলার সদর উপজেলার মহারাজপুর ফিল্টের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কুজাইল দক্ষিণ পাড়ার মো. আব্দুল লতিফের ছেলে।
শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়। র‌্যাব আরো জানায়, গ্রেপ্তার রুবেল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে। মাদকের একটি চালান পাচারের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিাবর রাত সাড়ে ১০ টার দিকে মহারাজপুর ফিল্টের হাট এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি অটোরিকশা সন্দেহজনক হওয়ায় তাকে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি করে আমের ক্যারেটের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৩১৫ বোতল ফেনিডিলসহ রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

 

About The Author

শেয়ার করুন