‘আমেরিকান ড্রিম’ চলচ্চিত্রে পপি

67

04-চিত্রনায়িকা পপি আগামী ৯ই মার্চ ঢাকায় ‘আমেরিকান ড্রিম’ নামে একটি ছবিতে কাজ শুরু করবেন। নতুন এ ছবিটি পরিচালনা করবেন এম জসীম উদ্দিন। ছবিটি নিয়ে পপি বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম বাঁধন। তরুণদের প্রবাসে যাওয়ার যে অন্ধ মোহ, বিশেষ করে আমাদের দেশের বেশির ভাগ মানুষেরই ধারণা বিদেশ গেলে সহজে স্বাবলম্বী হওয়া যায়। এ বিষয়টি এতে তুলে ধরা হয়েছে। প্রথমে ঢাকার অংশে এ ছবির কাজ শুরু হবে। এরপর ছবির কাহিনীর কিছু অংশ রয়েছে আমেরিকায়। সেখানেও ছবির দৃশ্যধারণের জন্য যেতে হবে। ভিসা হলে জুন মাসের দিকে আমেরিকা যাব। এ ছবিতে পপির বিপরীতে অভিনয় করবেন সাইমন। এ ছবির বাইরে পপি অভিনীত বেশকিছু ছবি মুক্তির প্রহর গুনছে। সেগুলোর মধ্যে রয়েছে নার্গিস আক্তারের ‘পৌষ মাসের পিরিতি’, ‘শর্টকাটে বড়লোক’, সাদ্দাম হোসেন মাসুমের ‘বিয়ে হলো বাসর হলো না’ ও জাহিদ হোসেনের ‘লীলামন্থন’।
সর্বশেষ গত বছরের ২৯শে মে মুক্তি পেয়েছিল পপি অভিনীত ‘দুই বেয়াইয়ের কীর্তি’ ছবিটি। কমেডি ধাঁচের গল্পের এ ছবিতে পপির বিপরীতে অভিনয় করেন ফেরদৌস।