শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৩০, ২০২৪ by

আমিরপুত্র জুনায়েদ খানের মহারাজের পোস্টার প্রকাশ

বলিউডে অভিষেক হচ্ছে মেগাস্টার আমির খানের ছেলে জুনায়েদ খানের। প্রকাশ হলো জুনায়েদের প্রথম সিনেমার পোস্টার। জুনায়েদ খান এবং জয়দীপ আহলাওয়াত অভিনীত ‘মহারাজ’-এর পোস্টারের পাশাপাশি এর মুক্তির তারিখও প্রকাশ করা হয়েছে। ‘উই আর ফ্যামিলি’ এবং ‘হিচকি’-র মতো জনপ্রিয় চলচ্চিত্রের নির্মাতা সিদ্ধার্থ পি মালহোত্রা ‘মহারাজ’ পরিচালনা করেছেন। সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই এটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কারণ আমির খানের ছেলের প্রথম সিনেমা। তাই ভক্তদের আগ্রহ সীমাহীন তা বলাই বাহুল্য। দীর্ঘদিন ধরেই শিরোনামে রয়েছেন জুনায়েদ খান। তার বাবা আমির খান বলিউডের বিশাল তারকা। এবার তাকেও দেখা যাবে সিনেমার পর্দায়। তবে প্রথম সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। এটি ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্সে মুক্তি পাবে। সত্য ঘটনার ওপর ভিত্তি করে আঠারো শতকের পটভূমিতে নির্মিত ‘মহারাজ।’ সিনেমার গল্পে দেখা যাবে কিভাবে একজন সাধারণ ব্যক্তি অন্য মানুষদের এবং সমাজকে সাহায্য করে। জুনায়েদ খান ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জয়দীপ আহলাওয়াত, শর্বরী ওয়াঘ এবং শালিনী পা-েকে। এর চিত্রনাট্য লিখেছেন বিপুল মেহতা ও স্নেহা দেশাই। যশরাজ ফিল্মের এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। আগামী ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।

About The Author

শেয়ার করুন