আমার প্রথম দাবি চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ: সংসদে আব্দুল ওদুদ

39

শপথগ্রহণের পর বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনে যোগ দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে একটি মেডিকেল কলেজসহ বিভিন্ন দাবি উত্থাপন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এ দাবি জানিয়ে বলেন-মাননীয় প্রধানমন্ত্রী আপনি ২বার চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন। সফরকালে আপনি বেশকিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি নির্বাচনের সময় জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি মেডিকেল কলেজের। আপনার কাছে আমার প্রথম দাবি চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে একটি মেডিকেল কলেজের ব্যবস্থা করে দিবেন। এছাড়াও করোনার সময় বন্ধ রাখা আন্তঃনগর ট্রেনের সংযোগ ট্রেন দুটি পুনরায় চালুর ব্যবস্থা করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতিশ্রুতি দেয়া সোনামসজিদ পর্যন্ত রেললাইন সম্প্রসারণের ব্যবস্থা করবেন।
আব্দুল ওদুদ তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবার, জাতীয় চার নেতাসহ মহানমুক্তিযুদ্ধের শহিদদের প্রতিশ্রদ্ধা জানান। এসময় তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাবাসীকে ধন্যবাদ জানান।