বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ১৯, ২০২৪ by

আমার জীবনে প্রয়াস
আলেয়া ফেরদৌস

প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি আমার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সত্যি বলতে ফাইল ভাঁজ থেকে শুরু করে অনেক ছোট ছোট কাজ শিখেছি এই প্রতিষ্ঠানে। আসলে প্রয়াসের কাছে আমি কৃতজ্ঞ।
মনে পড়ছে শাহ নেয়ামতুল্লাহ (রা.) কলেজ প্রাঙ্গণে প্রয়াস আয়োজিত ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে মঞ্চে সঞ্চালকের দায়িত্ব পালন করতে গিয়ে ঠকঠক করে কাঁপছিলাম। আরো একবার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে প্রয়াসের একটি অনুষ্ঠানে আমি সভাপতির আসনে। আমার সমাপনী বক্তব্য দেয়ার কিছু আগে থেকে আবার কাঁপুনি। হাত কাঁপছে, তাই মাইক কাঁপছে। আর চোখে অন্ধকার দেখছিলাম, সমানতালে ঘেমেও যাচ্ছিলাম।
যাই হোক, এখন আর তেমন হয় না; কিন্তু ভয় কাজ করে। আবার ভালো লাগে, অনেক নতুন নতুন মানুষের সাথে মেশার সুযোগ হয় বলে। স্বেচ্ছাসেবক দিয়ে পথচলা শুরু।
এরপর ২০০৫ সালের ৬ অক্টোবর থেকে HIV & AIDS Prevention Project (HAPP) Field Officer পরবর্তীতে HIV & AIDS Targeted Intervention (HATI)তে Project Manager, এরপর কমিউনিটি রেডিওতে ২০১০ থেকে অদ্যবধি কাজ করছি। সাথে সহকারী পরিচালক, জ্যেষ্ঠ সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছি। বর্তমানে পরিচালক পদে নিয়োজিত রয়েছি।
আসলে প্রয়াসের সাথে আছি, কাজ করছি এবং এখনো শিখছি। আগামীতেও প্রয়াসের সাথেই থাকতে চাই।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি আজ ৩২ বছরে পা রাখল। ৭৩টি শাখা এখন। সময় কত দ্রুত চলে যাচ্ছে। অনেক বড় বড় স্বপ্ন এবং সেগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে প্রয়াস এগিয়ে চলেছে সামনের দিকে।
আগামী বছর দেশের প্রতিটি জেলায় প্রয়াস তার কাজের পরিধি বাড়াবে, আরো শাখা বৃদ্ধি পাবে এবং নিজস্ব ভবন হবে এছাড়াও সব কাজে প্রয়াস সফলতা অর্জন করবে এই প্রত্যাশা। দেশ ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়বে এর নাম। আর তা সম্ভব হবে আমাদের সকলের কাজের মধ্য দিয়ে। শুভ কামনা প্রাণের প্রতিষ্ঠান প্রয়াসের জন্য।

আলেয়া ফেরদৌস : পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ), প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি

About The Author

শেয়ার করুন