আমার কিছু কথা

9

শরিফুল ইসলাম

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি জেলা চাঁপাইনবাবগঞ্জ। সংস্কৃতির দিক থেকে চাঁপাইনবাবগঞ্জের খ্যাতি রয়েছে পুরো বাংলাদেশজুড়ে। এ অঞ্চলের আঞ্চলিক সংস্কৃতির মধ্যে গম্ভীরা বিশ^ব্যাপী সুনাম অর্জন করেছে। এছাড়াও রয়েছেÑ কাবিগান, আলাকাপ গান, কিচ্ছা কাহানী, বিয়ের গীতসহ আরো অনেক লোকজ সংস্কৃতির ধারা।
আমি রাজশাহীর বাঘার সন্তান। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি দুর্বল ছিলাম। ভাবতাম বড় হলে একজন শিল্পী হবো, কিন্তু মাত্র ৭-৮ বছর বয়সে বাবা-মাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়ি, আমার ভাবনাগুলোকে আর বাস্তবে রূপ দিতে পারিনি। তবে হাল ছাড়িনি। অনেক দেরিতে হলেও আবার সংগীতের সাথে নিজেকে আটকানোর চেষ্টা করি (ফলশ্রুতিতে) বাঁশি এবং দোতারার তালিম নিতে থাকি। কিন্তু অর্থের অভাবে নির্দিষ্ট বাসস্থানের অভাবে পরিপূর্ণভাবে শেখা সম্ভব হয়ে উঠেনি তখনো। যতটুকু জানতাম তা দিয়ে রোজগার করার মতো যথেষ্ট ছিল না।
২০০৮ সালের মে মাসে একটি বিশেষ মাধ্যমে জানতে পারি, চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটে কিছুসংখ্যক নাট্যকর্মী এবং বাদ্যযন্ত্র শিল্পী নিয়োগ দেয়া হবে। কালবিলম্ব না করে দোতারাটি নিয়ে চলে এলাম চাঁপাইনবাবগঞ্জ।
২০০৮ সালের ৭ জুন দোতারা বাদক হিসেবে যোগদান করি এবং সেখান থেকে শুরু হয় আমার নতুন জীবন। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগী এই সংগঠনটি পরিচালনা করে প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। তিনি সংস্কৃতিকে এতটাই ভালোবাসেন যে, নিজ সংস্কৃতিকে ধরে রাখার জন্য এই প্রতিষ্ঠানটিকে সন্তানরূপে লালন-পালন করেন। প্রতিটি কর্মীর প্রতি তার ভালোবাসার কমতি কখনো আমার কাছে মনে হয়নি আজ অবধি। আমি সংগীতের কাছে অর্থের বিষয়টি গভীরভাবে ভাবিনি বা ভাবার চেষ্টাও করিনি। কারণ অর্থের কথা চিন্তা করলে হয়তোবা এ পর্যন্ত আসা আমার পক্ষে সম্ভব হতো না। তবে যেটা পাই, আলহামদুল্লিাহ্ স্ত্রী, সন্তান, পরিবার নিয়ে বেশ আছি।
আজ আমার প্রাণের সংগঠন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের ১৭তম জন্মদিন। ২০০৭ সালের ১ সেপ্টেম্বর তোমার জন্ম না হলে হয়তোবা আমার স্বপ্ন কখনো বাস্তব হতো না। আমি গর্বিত যে, আজ আমি শিল্পী বলে নিজেকে পরিচয় দিতে পারি। আর আমার পরিচিতির সবটাই হাসিব ভাইয়ের অবদান। সেই সঙ্গে যাদের কাছে থেকে কাজ শিখেছি। প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পা রাখল। পা যেন দুর্বার গতিতে সামনের দিকে এগোয়Ñ এই দৃঢ় প্রতিজ্ঞা আমার-আমাদের। যত বাধা আসুক, থাকব অবিচল অটুট সংস্কৃতির যোদ্ধা মোরা প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট।
শুভ জন্মদিন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট।