হাঁটি হাঁটি পা পা করে
পথ চলতে চলতে,
নির্ভিক চিত্তে
কথা বলতে বলতে,
বিগত বছরে তোমার
হয়েছে যে অর্জন
তা যেন অতি ঠুনকোভাবে
না হয় কভু বিসর্জন।
সকল বৈরিতা কণ্টকাবৃত্ত
বন্ধুর পথ পাড়ি দিয়ে
শুরু হোক তোমার পথ চলা।
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কন্ঠস্বরে
শুরু হোক তোমার কথা বলা।
কেটে যাক তোমার জীবন থেকে
বিগত দিনের সকল ধোঁয়াশা
নতুন বছরে এটা আমার প্রত্যাশা।
তোমার কর্মনিষ্ঠা
পাঠকের ভালবাসা
থাকে যেন একই বৃত্তে
তোমার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে
আমার কামনা উৎফুল্ল চিত্তে।