আমরা নারীর অধিকার নিয়ে কাজ করছি : মনোয়ারা খাতুন

16

চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’র ১৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শৃঙ্খল ভাঙ্গার চেতনায় জেগে ওঠো নারী’ স্লোগানে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ম্যাংগো ইকো পার্কে শুক্রবার দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে সভা শুরু হয়। সংগঠনের সভাপতি ফারুকা বেগমের সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন। বক্তব্য দেন, সংগঠনটির উপদেষ্টা শফিকুল আলম ভোতা, আনোয়ার হোসেন দিলু, রফিক হাসান বাবলু, বিলকিস চৌধুরী, সদস্য তানজিমা মনিম ইলোরা। সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক গৌরী চন্দ সিতু।
বক্তারা বলেন, নারীদের এ সংগঠন বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে থাকে। এরমধ্যে জাতীয়সহ বিভিন্ন দিবস পালন, পিঠা উৎসব, ইফতার আয়োজন, ইদুল ফিতর ও দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র নারীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়। এছাড়া দরিদ্র নারীদের স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে। পথিকৃৎ নারীদের মধ্যে বেগম রোকেয়া, ইলা মিত্র, জাহানারা ইমাম, সুফিয়া কামালের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনসহ নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে কর্মসূচি গ্রহণ করে থাকে।
এছাড়া প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন বলেন, প্রগতিশীল নারীদের অধিকার আদায়ে আমরা কাজ করছি। আমাদের সংগঠনের সদস্য সংখ্যা ৩০ জন। উপদেষ্টা রয়েছেন ৬জন। বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের পাশাপাশি বছরজুড়ে থাকে নানা আয়োজন।
শেষে সংগঠনের সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।