Last Updated on জুলাই ৩১, ২০২৪ by
আমনুরা মিশন হাসপাতালে ডেন্টাল ইউনিটের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে আমনুরা লুথারেন মিশন হাসপাতালে দাঁত ও মুখের চিকিৎসার সুযোগ বৃদ্ধির লক্ষে হাসপাতালের অন্যান্য সেবার পাশাপাশি ডেন্টাল ইউনিটের যাত্রা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় হাসপাতালটির ব্যবস্থাপনা ও এনএজিআর’র নির্বাহী পরিচালক স্টেফান সরেন ফিতা কেটে এই ডেন্টাল ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ডেন্টাল ইউনিটে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দাঁত ও মুখের নানা চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ওরাল হাইজিন ইনস্ট্রাকশন, স্কেলিং, পলিশিং, রুট ক্যানেল ট্রিটমেন্ট, আক্কেল দাঁত তোলা, অ্যাবসেস ড্রেইনেজ, অ্যাসথেটিক ফিলিংসহ নানা চিকিসা সেবার কথা জানানো হয়।
উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা সদরের প্রাচীন প্রতিষ্ঠান এই আমনুরা মিশন প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা সহজলভ্য করার লক্ষে প্রতিষ্ঠা করা হয়, যা নিকটতম সময়ে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর হতে ১০ শয্যাবিশিষ্ট আমনুরা লুথারেন মিশন হাসপাতাল নামে একটি নিবন্ধিত হাসপাতাল হিসাবে ওই এলাকায় স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। হাসপাতালে আন্তঃবিভাগ ও বহির্বিভাগে মেডিসিন, হেলথ চেকআপ, ডায়াবেটিস স্ক্রিনিং, চর্ম ও যৌনরোগ, গর্ভবতী মহিলার প্রসব পূর্ব ও পরবর্তী সেবা, মা ও শিশুর চিকিৎসা সেবা, বন্ধ্যাত্ব নিবারণ চিকিৎসা সেবা এছাড়াও প্যাথলজিক্যাল সকল পরীক্ষা, আলট্রাসনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাম, এক্স-রে সেবা ছাড়াও রোগীদের পরামর্শ দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, নাচোল, গোমস্তাপুর, শিবগঞ্জ উপজেলাসহ পার্শ্ববর্তী জেলার স্বল্প আায়ের মানুষ এখানে চিকিৎসা সেবা নিতে আসে বলে জানান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক।
ডেন্টাল ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা. সুভাষ চন্দ্র সরকার, ডা. অর্পনা মুরমু, ম্যানেজার মারকুস মুরমু, বাংলাদেশ নর্দার্ন ইভ্যানজেলিক্যাল লুথারেন চার্চ (বিএনইএলসি) ট্রাস্টি বোর্ড সেক্রেটারি ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিঙ্গু মুরমু, এনএজিআর’র প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম, রেভা, সুবাস বাস্কে।