আমনুরায় টাস্ক ফোর্সের অভিযান : দুই মামলায় ১৩ হাজার টাকা জরিমানা

28

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা, ফায়ার সার্ভিস মোড় ও স্টেশন রোড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের জাহাঙ্গীরের নেতৃত্বে অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। অভিযান চলাকালে পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে অভিযান চলাকালে স্টেশন রোডের পার্শ্ববর্তী বস্তিতে হেরোইনসহ একজন মাদকসেবীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও ৩ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।
অভিযানকালে পুলিশ, আনসার ব্যাটালিয়নের সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের জাহাঙ্গীর টাস্ক ফোর্সের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।