Last Updated on এপ্রিল ৯, ২০২৫ by
আমনুরায় সার ও কীটনাশক বিক্রেতাকে অর্থদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা রেলস্টেশন বাজারে লাইসেন্স ছাড়া রাসায়নিক সার ও কীটনাশক বিক্রির অভিযোগে মো. অলিউল ইসলাম নামের একজন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আমনুরা রেলস্টেশন বাজারে লাইসেন্স ছাড়া রাসায়নিক সার ও কীটনাশক বিক্রির অভিযোগ পেয়ে উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান ও কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ দোকান পরিদর্শনে যান এবং অভিযোগের সত্যতা ধরা পড়ে। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত অলিউল ইসলামকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান জানান, লাইসেন্স ছাড়া কীটনাশক বিক্রির আইনগতভাবে কোনো সুযোগ নেই। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।