বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৯, ২০২৫ by

আমনুরায় আদিবাসী এসএসসি পরীক্ষার্থীদের দেয়া হলো শিক্ষা উপকরণ

চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় আদিবাসী এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ দেয়ার লক্ষে তাদেরকে শিক্ষা উপকরণ দেয়া হয়েছে। বুধবার সকালে মিশন প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত উৎসাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট এন্ড্রু জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ টুডু।
অনুষ্ঠানে বক্তব্য দেন এনএজিআর’র নির্বাহী পরিচালক স্টেফান সরেন, সাংবাদিক শাহারিয়া শাহাদাৎ, এনএজিআর’র প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম, আমনুরা মিশন যুবসংঘের সভাপতি জিহেস্কেল মুরমুসহ অন্যরা।
বক্তারা আদিবাসী এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে আদিবাসী এসএসসি পরীক্ষার্থীদের জ্যামিতিবক্স, কলম, স্কেল, ফাইল বক্সসহ শিক্ষা উপকরণ উপহার হিসেবে দেয়া হয়।

About The Author

শেয়ার করুন