আবারও হলিউডের সিনেমায় প্রিয়াঙ্কা

22

গেল কয়েক বছর ধরে বলিউড সিনেমা থেকে ক্ষাণিকটা দূরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাসের সঙ্গে বিয়ের পর থেকেই বলিউডের তুলনায় হলিউডের কাজেই বেশি মনোযোগী এই অভিনেত্রী। তারই প্রেক্ষিতে আবারও হলিউডের নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হলেন প্রিয়াঙ্কা। হলিউড ভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইনের খবর অনুসারে জানা গেছে, ঔপন্যাসিক শিল্পী সোমায়া গৌড়ার ‘সিক্রেট ডটার’ উপন্যাস নিয়ে ছবি তৈরি করবেন বিশ্বখ্যাত পরিচালক অ্যান্থনি চেন। আর সেই ছবিতেই মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।

যদিও আসন্ন ছবিটির নাম এখনো ঘোষণা হয়নি। তবে জানা গেছে, ছবিতে প্রিয়াঙ্কার সাথে আরও থাকবেন হলিউড অভিনেত্রী সিয়েনা মিলারও। তবে চমক এখানেই শেষ নয়। খবর মিলছে, ছবির চিত্রনাট্য লিখবেন নিউইয়র্ক নিবাসী পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার শ্রুতি গঙ্গোপাধ্যায়। জানা গেছে, ছবিটির গল্প মোটেও কোন থ্রিলার নয়। বরং দুই নারীর গল্প নিয়েই তৈরি হবে এই ছবি। এদিকে, আসন্ন এই ছবিটি নিয়ে দারুণ আগ্রহী প্রিয়াঙ্কা। সিয়েনা মিলারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রীর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন তিনি।