শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ৫, ২০২৪ by

আবারও বিয়ের পিঁড়িতে বসলেন সানি

বলিউড অভিনেত্রী ও মডেল সানি লিওন আবারও বিয়ে করলেন। তবে সানির জীবনে নতুন কোন পুরুষ আসেনি। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গেই আবারো বিয়ের বন্ধনে নিজেকে বেঁধেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস প্রতিবেদন অনুসারে, সানি ও ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন। সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এমনটা করার ইচ্ছে ছিল দুজনের। সে কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর বিয়ে করলেন সানি ও ড্যানিয়েল। গত ৩১ অক্টোবর মালদ্বীপের সৈকতে সেজে উঠেছিল তাদের বিয়ে আসর। এদিন তারা সবাই সাদা পোশাকে সেজেছিলেন। সানি-ড্যানিয়েলের এই বিয়েতে তার পাশে ছিল তিন সন্তান নিশা, নোয়া ও আশের। বিয়ের ছবি পোস্ট করে সানি লেখেন, ‘প্রথমবার আমরা সৃষ্টিকর্তা, পরিবার ও বন্ধুদের সামনে বিয়ে করি। এই বার আমরা দুজনে বিয়ে করলাম মাত্র তিনজন (সন্তান) সাক্ষী, নিজেদের মধ্যে আরও ভালোবাসা আর সময় নিয়ে! আজও তুমিই আমার জীবনের ভালোবাসা এবং আজীবন সেটাই থাকবে! আই লাভ ইউ ড্যানিয়েল’। এডাল্ট ভিডিওর তারকা হিসেবে শোবিজ ক্যারিয়ার শুরু করেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় সানি লিওন। পরে মূলধারার ভারতীয় চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আলোচিত হন তিনি। ২০১২ সালে ‘জিসম ২’-তে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডপাড়ায় ঝড় তোলেন সানি লিওন। পরে ২০১৪ সালে ‘রাগিণী এমএমএস ২’ এবং চলতি বছরে ‘এক পেহলি লিলা’তে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি।

About The Author

শেয়ার করুন