আবারও আচরণবিধি লঙ্ঘন করে জরিমানা গুনলেন সাকিব
রাওয়ালপিন্ডি টেস্টে আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘনের জন্য বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি, সাকিবের শাস্তিমূলক রেকর্ডে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে আচরণবিধি লঙ্ঘন করেছিলেন সাকিব আল হাসান। পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুড়ে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হলেন। সাকিবকে প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট কর্মীদের জন্য তৈরি করা আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.৯ লঙ্ঘনের অভিযোগে (অনুপযুক্ত অথবা বিপজ্জনক পদ্ধতিতে বল বা ক্রিকেট সরঞ্জাম নিক্ষেপের সঙ্গে সম্পর্কিত) দোষী সাব্যস্ত করা হয়েছে। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানার পাশাপাশি সাকিবের শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। কারণ, গত ২৪ মাসে (২ বছর) এটাই ছিল তাঁর প্রথম শাস্তিমূলক অপরাধ। ঘটনাটি ঘটে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে। ব্যাটার মোহাম্মদ রিজওয়ান প্রস্তুত ছিলেন না, রাগে স্টাম্পের উপরে বল ছুড়ে মারেন সাকিব। লাফিয়ে উঠে বল তালুবন্দি করেন উইকেটকিপার লিটন কুমার দাস। সাকিবের মেজাজ হারানোর সে মুহূর্তের ভিডিওটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া হয়। ক্যাপশনে লেখা হয়, ‘অপ্রত্যাশিত ঘটনা’। সাকিব অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং মাদুগালের করা অভিযোগ গ্রহণ করেছেন, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই। অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলবরো এবং অ্যাড্রিয়ান হোল্ডস্টক, থার্ড আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার রশিদ রিয়াজ সাকিবের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য বলে সাক্ষ্য দিয়েছেন।