আবরার হত্যা : দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন জাসদ ছাত্রলীগের

8

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনের আয়োজন করে কলেজ শাখা বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)।
আধা ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্রলীগ নবাবগঞ্জ কলেজ শাখার সভাপতি মো. তসিকুল রেজা খান, সাধারণ সম্পাদক আসিফি ইয়াসির রনি, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক সুমন ফারুকি, নবাবগঞ্জ সরকারি কলেজের বিতর্ক সংঘের সভাপতি আহসান আলী, ছাত্রনেতা নূর আলম, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি তারেক আহম্মেদসহ অন্যরা।
বক্তারা বলেন, এ হত্যাকাণ্ড বর্বর ও কলঙ্কজনক। এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড যেন আর না ঘটে।