মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ২৫, ২০২৪ by

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের ১০ পুলিশ কর্মকর্তাকে হত্যা

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আফগান সীমান্তের কাছে এক নিরাপত্তা চৌকিতে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। এতে তুমুল গোলাগুলিতে পাকিস্তানের অন্তত ১০ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার পাকিস্তান পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি। স্থানীয় পুলিশ কর্মকর্তা আবদুল রউফ বলেছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার নিরাপত্তা চৌকিতে রাতভর হামলা হয়েছে। এতে আরও নিরাপত্তা রক্ষী আহত হয়েছে। পাকিস্তানের তিনজন সিনিয়র পুলিশের সূত্র হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, এক দল সন্ত্রাসী চৌকিতে ব্যাপক হামলা চালিয়েছে।প্রদেশটির মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর এক বিবৃতিতে নিহত পরিবারের প্রতি শোক জানিয়েছেন। ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। টিটিপি এক বিবৃতিতে বলেছে, সিনিয়র নেতা উস্তাদ কুরেশিকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী বাজৌরে গোয়েন্দাভিত্তিক অভিযানে যে নয়জনকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে কুরেশি একজন।

About The Author

শেয়ার করুন