আফগান তালেবানের দলছুট নেতা রাসোলকে আটক করেছে পাকিস্তান

42

07আফগানিস্তানের তালেবানের দলছুট নেতা মোল্লা মুহাম্মদ রাসোলকে আটক করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক দুই তালেবান নেতা পাকিস্তানের একটি ইংরেজি দৈনিকের কাছে এ দাবি করেছেন। মোল্লা আখতার মানুসরের বিপরীতে মোল্লা রাসোলকে গত নভেম্বরের প্রথম দিকে তালেবান নেতা হিসেবে মনোনীত করার দাবি করেছিল তালেবানের একটা অংশ। মোল্লা রাসোলকে কবে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু বলেন নি এ দুই তালেবান নেতা। তবে সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় আফগানিস্তানে তালেবানের অন্তঃকলহ থেকে রক্ষা পাওয়ার জন্য মোল্লা রাসোল পালিয়ে এসেছেন বলে নিশ্চিত করেছেন এ দুই নেতা। জাবুল প্রদেশে মোল্লা মানুসরের সমর্থকদের বড়সড়ো হামলায় দলছুট তালেবান উপ প্রধান মোল্লা মানসুর দাদুল্লা এবং তার ভাইসহ অনেকে তালেবান নিহত হয়। মোল্লা মানুসরের সমর্থকরা নভেম্বরের মাঝামাঝি হামলা চালিয়ে জাবুলের খাকে আফগান জেলা দখল করে নেয়। অবশ্য সে সময়ে মোল্লা রাসোল এবং তার দলের উপ প্রধান আবদুল মান্নান নিয়াজিসহ অনেকেই পালিয়ে আসতে পারেন। সীমান্ত অতিক্রম করার পর মোল্লা রাসোলকে পাকিস্তান কর্তৃপক্ষ আটক করেছে বলে দুই তালেবান নেতার একজন জানান। অবশ্য এ বিষয়ে বিস্তারিত বিবরণ দিতে অস্বীকার করেন তিনি। এ দিকে রাসোল শিবির থেকেও তাকে আটকের ঘটনা নিশ্চিত করা হয়েছে।