Last Updated on এপ্রিল ১৫, ২০২৪ by
আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৩৩ জনের প্রাণহানি
আফগানিস্তানে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৩৩ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ভারী বর্ষণে সৃষ্ট এই বন্যায় আহত হয়েছেন আরো ২৭ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের ফলে দেশটিতে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির ছাঁদ ধসে পড়ে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র জনান সায়েক রোববার বলেন, গত শুক্রবার থেকে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে, যার ফলে প্রচুর মানবিক ও আর্থিক ক্ষতি হয়েছে।
সায়েক আরো জানান, প্রায় ৬০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ছাঁদ ধসে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও ২০০টি গবাদি পশু মারা গেছে, প্রায় ৬০০ কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে এবং প্রায় ৮০০ হেক্টর কৃষি জমির ফসল বন্যায় ভেসে গেছে। পশ্চিম ফারাহ, হেরাত, দক্ষিণ জাবুল এবং কান্দাহার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এদিকে আফগানিস্তানের বেশিরভাগ প্রদেশে সামনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ২০টি প্রদেশে প্রবল বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছে।