আন্তর্জাতিক যুব দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন উপজেলা যুব উন্নয়ন দপ্তর। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা, যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের ১৯তম ব্যাচের মধ্যে সনদপত্র বিতরণ এবং প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান এবং ইম্প্যাক্ট প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন ডেপুটি কো-অর্ডিনেটর (ডিসিসি) রাকিবুল ইসলাম।
গোমস্তাপুর প্রতিনিধি : জেলার গোমস্তাপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. পারভেজ সভায় সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা প্রেস ক্লাবের সহসম্পাদক আল মামুন বিশ্বাস, মুক্ত মহাদল স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক মফিজ আহমেদ নাদিমসহ এলাকার যুবরা।