আন্তর্জাতিক প্রবীণ দিবস : নেজামপুরে বয়স্ক ভাতা হুইল চেয়ার ফল্ডিং স্টিক বিতরণ প্রয়াসের

15

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বয়স্ক ভাতা, হুইল চেয়ার ও ফল্ডিং স্টিক (ছড়ি) বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। বুধবার জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদে প্রবীণদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।

এর আগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বুধবার সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে প্রয়াস। প্রয়াসের প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, সহকারী পরিচালক সিরাজুম মুনির আফতাবী, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমানসহ প্রয়াসের অন্য কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভা শেষে ১০০ জনকে বয়স্ক ভাতা, একজনকে হুইল চেয়ার এবং পাঁচজনকে ফল্ডিং স্টিক প্রদান করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশনের (পিকেএসএফ) সহযোগিতায় এবং প্রয়াসের বাস্তবায়নে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।