আন্তর্জাতিক নার্স দিবস পালিত

10

চাঁপাইনবাবগঞ্জে ২০২তম আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসতপালের নার্সিং ইনস্টিটিউট র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালের চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেনÑ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডা. আব্দুস সালাম, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহনাজ সুলতানা, নার্সিং সুপারভাইজার মরিয়ম খাতুন, ফরিদা খাতুন ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও হাসপাতালের নার্সবৃন্দ।
র‌্যালি শেষে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও হাসপাতালের নার্সরা দিবসটি উপলক্ষে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
পরে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আধুনিক নার্সিং সেবার পথ প্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতো মানবিক সেবায় নিয়োজিত থাকার জন্য নার্সদের প্রতি আহ্বান জানান।