দৈনিক গৌড় বাংলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মালান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের ৩৭ বছর বয়সী ক্রিকেটার ডেভিড মালান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ডের হয়ে মাঠে নামেননি মালান। এবার দিয়েছেন অবসরের ঘোষণা। ইংল্যান্ডের হয়ে ২২ টেস্ট, ৩০ ওয়ানডে এবং ৬২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডেভিড মালান। টি-টোয়েন্টিতে র‌্যাংকিংয়ের শীর্ষেও ছিলেন একসময়। এ ছাড়া ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা দুইজন ক্রিকেটারের মধ্যে একজন ছিলেন মালান (আরেকজন জস বাটলার)। ভারতে সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাননি মালান। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডেও রাখা হয়নি মালানকে। এরপর অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ক্যারিয়ারে তিন ফরম্যাটে খেললেও মালান সবচেয়ে বেশি পরিচিত ছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে তার সামর্থ্যরে জন্য। বিশেষ করে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে টি-টোয়েন্টি ফরম্যাটের নিয়মিত মুখ হয়ে ওঠেন মালান। নিউজিল্যান্ড সফরে গিয়ে ৪৮ বলে সেঞ্চুরিও হাঁকান তিনি।

About The Author