‘আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি’ এ সেøাগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বুধবার আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাচোল প্রতিনিধি জানান, বুধবার বেলা ১১টায় নাচোল উপজেলা পরিষদ চত্বর থেকে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি লুইস টুডুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুর্মু, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিশ্বনাথ মাহাতো ও সাধারণ সম্পাদক কর্নেলিউস মুর্মুু, উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সভাপতি যতীন হেমরম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জনা বর্মন।
বক্তারা বাংলাদেশের সংবিধানে সমতলের আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানান।
গোমস্তাপুর প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের রিভাইভ ফলোআপ সাপোর্ট প্রকল্পের আয়োজনে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি পার্বতীপুর ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য কুমারী লক্ষ্মী তির্কী।
অন্যদের বক্তব্য দেন- ইউপি সদস্য একরামুল হক, ডাসকো ফাউন্ডেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার শ্যামল চন্দ্র রায় ও আমজাদ হোসেন, সাংবাদিক নুর মোহাম্মদ, মাঠপর্যায়ের সদস্য মিনতি বাকলা, নয়নবতি মিনস, মিনতি লাকড়া।
নিয়ামতপুর প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ ও জাতীয় আদিবাসী ছাত্র পরিষদ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
বুুধবার বেলা ১১টায় দিবসটি বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা পরিষদের প্রধান গেট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। পরে জেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি মন্ডল মার্টিনের সভাপতিত্বে ও জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত মুন্ডার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, জাতীয় আদিবাসী নিয়ামতপুর শাখার সাংগঠনিক সম্পাদক বিজয় ইন্দুয়ার, সাংশৈল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মহন মুন্ডা, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল পাহান, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের মহাদেবপুর শাখার সাংগঠনিক সম্পাদক পলাশ সাহানা, জাতীয় আদিবাসী পরিষদের সদস্য সুজল সরদার, সন্তোষ লাকড়া, নিলয় সরদার, রসুলপুর ইউনিয়নের জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক মধু সরদার, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের সদস্য শ্রীমতি মিতালি রানীসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, আদিবাসীদেরকে বিভিন্নভাবে তাদের ভূমি থেকে উচ্ছেদসহ সকল ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। সারাদেশে আদিবাসী জনগোষ্ঠী প্রান্তিক অবস্থানে রয়েছে। তাদের সুরক্ষা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। আজও সাঁওতালদের ভূমির অধিকার রক্ষায় জীবন দিতে হচ্ছে। আমাদের দেশে সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার্থে আদিবাসীদের অধিকার রক্ষায় বাঙালি জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে।