শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ১৪, ২০২৪ by

শেখ হাসিনাসহ তার দোষরদের বিচার আন্তর্জাতিক আদালতেই হবে : কর্মী সম্মেলনে নূরুল ইসলাম বুলবুল

জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়ে বলেছেন, যারা ভিলেজ পলিটিক্সের নামে খারাপ কাজ করছে, চাঁদাবাজী, টেন্ডারবাজী, বালুমহল দখল করছে তাদের অবৈধ কর্মকা- বন্ধ করতে আসুন তাদেরকে নিয়ে আমরা বসি, আলোচনা করি। অন্যথায় জনগণ তাদের ছাড় দেবে না। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসেবে বলতে চাই, মানুষের জীবন নিয়ে খেলবেন, সন্ত্রাস করবেন, চাঁদাবাজী টেন্ডারবাজী করবেন তা হতে দেয়া হবে না। এখন থেকে আর কোনো ভিলেজ পলিটিক্স চলবে না।
গতকাল শনিবার বিকেল ৩টায় জেলা শহরের শহিদ সাটু হলে জামায়াতে ইসলামী, পৌরসভা শাখা ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নূরুল ইসলাম বুলবুল বলেন- ক্ষমতা ধরে রাখার কারণে কোমলমতি ছেলেদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে কিশোর গ্যাং তৈরি করা হয়েছে। তরুণদের ধ্বংস করা হয়েছে। এটা এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে আর হতে দেয়া হবে না। দলবাজীর রাজনীতি চলতে দেয়া হবে না।
জামায়াত নেতা বলেন-গত সাড়ে ১৫ বছরে জামায়াতের বহু নিরাপরাধ নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। যুদ্ধাপরাধের নামে জামায়াতে ইসলামির শীর্ষ ৫ নেতাকে মৃত্যুদ- দেয়া হয়েছে। যারা জড়িত তাদের সবাইকে আমরা চিনি। কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নেব না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সেইসব দোষররা গত সাড়ে ১৫ বছরে চাঁপাইনবাবগঞ্জের মেধাবী ছাত্র আসাদুল্লাহ, আসগর আলী ও নাসির উদ্দীনসহ সারাদেশের ৬০০ নেতা কর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ১৬ হাজারের অধিক মামলা দেয়া হয়েছে। আমরা এসব হত্যাকা-ের বিচার চাই। তাদের বিচার আন্তর্জাতিক আদালতেই হবে।
তিনি বলেন-যে হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করেছিলেন সেই হাসিনাকে মাত্র কয়েকদিনের মধ্যেই ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। নতুন বাংলাদেশের সুরক্ষায় দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নূরুল ইসলাম বুলবুল তার বক্তব্যে ছাত্র জনতার আন্দোলন, বিডিআর বিদ্রোহ, হেফাজতে ইসলামের সমাবেশে নিহতসহ আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের নিহতের ঘটনার কঠোর সমালোচনা করেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও তার শরিকদলের জড়িত নেতাদের বিচার দাবি করেন।
জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মো. রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, রাজশাহী জেলা জামায়াতের আমীর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মো. কেরামত আলী, জেলা জামায়াতের আমীর মো. আবুজার গিফারী, নায়েবে আমীর ও সাবেক এমপি মো. লতিফুর রহমান ও সেক্রেটারি মো. আবু বকর, সহকারী সেক্রেটারি মো. আবুল হাসান ও সহকারী সেক্রেটারি মো. মোখলেশুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি মো. গোলাম কবির, পৌরসভা সেক্রেটারি মো. মোক্তার হোসেন, ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি মো. ওমর ফারুক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওমর ফারুক প্রমুখ নেতৃবৃন্দ।

About The Author

শেয়ার করুন