আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পীস প্রকল্পের আওতায় ও বেসরকারি সংস্থা রুপান্তরের সহাযোগীতায় রবিবার জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই কর্মসূচির আয়োজন করে। মাদ্রাসার সুপার ইয়াসিন আলির নেতৃত্বে, উপস্থিত ছিলেন সহকারী সুপার আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল বারী, সফিকুল ইসলাম, তাইফুর রহামনসহ শিক্ষার্থীরা। আলোচনা সভায় বক্তারা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হিংসা বিদ্বেষ ও হানাহানি মুক্ত সমাজ গড়ার উপর গ্রুরুত্বারোপ করেন। উল্লেখ্য, পীস কনসোর্টিয়ামের আওতায় চাঁপাইনবাবগঞ্জে ৩০ টি স্কুল ও ২০ টি মাদ্রাসা এবং ২০ টি কলেজে এই দিবসটি পালন করা হবে।