সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ২৬, ২০২৪ by

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে ‘জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে মানববন্ধন’ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এই কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধনে বক্তব্য দেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. গোলাম মোস্তফা, জেলা মৎস্য অফিসার মো. মাহবুবুর রহমান, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুস সামাদসহ অন্যরা। সঞ্চালনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইয়ামিন আলী।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বিসিএস (পরিবার পরিকল্পনা) কারিগরি (মেডিকেল) ক্যাডারের সদস্যবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট এফপিসিএস-কিউআইটি ডা. আবু সাঈদ মুহাম্মদ মাসুদসহ পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসারবৃন্দ।
বক্তারা জানান, পরিবার পরিকল্পনা বিভাগের ক্যাডার হওয়া সত্ত্বেও তারা নানা বৈষম্যের শিকার। নবম গ্রেডের একজন কর্মকর্তা হিসেবে চাকরিতে প্রবেশের পর কোনো পদোন্নতি না পেয়ে একই পদ হতে অবসর নিতে হয়। ডাক্তার হলেও এ ক্যাডারের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হচ্ছেন সাধারণ ক্যাডারের কর্মকর্তা।

About The Author

শেয়ার করুন