আনসার ভিডিপিদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন

26

চাঁপাইনবাবগঞ্জে আনসার ভিডিপিদের অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণে বুধবার বিকেল ৩টায় শহরের বেলেপুকুরে বাহিনীটির কার্যালয়ের হলরুমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রশিক্ষণে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মহান মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ রুহুল আমিন।
এ সময় তিনি পাকিস্তান সরকারের শাসন-শোষণ, নিপীড়ন এবং নিরস্ত্র বাঙালির ওপর হানাদার বাহিনী নির্যাতনের কথা তুলে ধরেন। তুলে ধরেন ৯ মাস মুক্তিযুদ্ধের সেই ভয়াল দিনগুলোর কথা। যুদ্ধকালীন জেলার বিভিন্ন জায়গায় সম্মুখ সমরে যুদ্ধের অভিজ্ঞতার কথা।
তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রশিক্ষণার্থী আনসার ভিডিপি সদস্যদের।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর, কোম্পানি কমান্ডার (সদর) মো. সেলিম রেজা, কোম্পানি কমান্ডার (নাচোল) মোসা. সুফিয়া বেগমসহ জেলা আনসার ও ভিডিপির অন্য কর্মকর্তাবৃন্দ।
গত ৯ জুলাই থেকে ২১ দিনের এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ১০০ জন যুবক প্রশিক্ষণ গ্রহণ করছেন।
প্রশিক্ষণে অংশ নেয়াদের আইনশৃঙ্খলা, আত্মরক্ষা, পশুপালন, নির্বাচন পরিচালনা, মাদক প্রতিরোধ, অগ্নিনির্বাপণসহ বিভিন্ন বিষয়ে জেলার সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ নিজ নিজ বিষয়ে আলোচনা করেন।