Last Updated on মে ১১, ২০২৫ by
আনন্দ মিছিল জামায়াতের
বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জামায়াতে ইসলামী।
গত শনিবার রাত পৌনে ১২টার দিকে জেলাশহরের বড় ইন্দারা মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী ও সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলার জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিম, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী ও ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আব্দুল আজিজসহ অন্য নেতৃবৃন্দ।