শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১১, ২০২৫ by

আনন্দ মিছিল জামায়াতের

বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জামায়াতে ইসলামী।
গত শনিবার রাত পৌনে ১২টার দিকে জেলাশহরের বড় ইন্দারা মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী ও সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলার জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিম, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী ও ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আব্দুল আজিজসহ অন্য নেতৃবৃন্দ।

About The Author

শেয়ার করুন