শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৫, ২০২৫ by

আদালতের কর্মচারীদের কর্মবিরতি পালন

চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীরা সোমবার কর্মবিরতি পালন করেছেন। ‘অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করে বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে’ এই কর্মবিরতি করেন তারা।
সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আদালতের সামনে ব্যানার হাতে এই কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বেঞ্চ সহকারী মো. মতিউর রহমান, হিসাবরক্ষক আফজাল মাহমুদ খান ডলার, রেকর্ডকিপার মাসুদ করিম, জুডিসিয়াল পেশকার নাসির উদ্দিন, সেলিম মাহমুদসহ আরো অনেকে।

About The Author

শেয়ার করুন