গত শনিবার অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের আরাফাত সানি। শেষ পর্যন্ত ভারতের অনুষ্ঠানরত টি২০ বিশ্বকাপের আসরে শেষ না করেই বুধবার দেশে ফিরেছেন বাঁহাতি এই স্পিনার। বিকেল ৪টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।হযরত শাহজালাল বিমান বন্দরে নেমে বেশ আত্ববিশ্বাসী সানি। আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে পারবেন বলে দারুণ আশাবাদী তিনি। ত্রুটি শুধরে আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করলে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন সানি।বিমানবন্দরে পৌছানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দারুণ আত্মবিশ্বাসী কন্ঠে আরাফাত সানি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আমি সক্ষম হবো, ইনশাআল্লাহ। সবার কাছে চাওয়া আমার জন্য দোয়া করবেন। যাতে খুবই তাড়াতাড়ি আমি জাতীয় দলে ফিরতে পারি।’ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো গাইডলাইন দিয়েছে কিনা-এমন প্রশ্নে আরাফাত সানি বলেন, ‘আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য কী করা যায় এ ব্যাপারে বিসিবি সর্বোচ্চ চেষ্টা করছে। আমিও তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবো। তাই আমি আশা করছি দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবো।’